ONE CHAMPION SEASON-3 CHAMPION PRIZE:1000 TAKA Runner-up -500 taka Third place - 300 Hightest gool score -100 Man of the Tournament -100
টূর্নামেন্ট রূলস✅ 1️⃣ টূর্নামেন্ট সম্পুর্ণ লীগ সিস্টেম এ হবে। 2️⃣ম্যাচ ডে ২জন এর ২টা করে টোটাল ৪ ম্যাচ থাকবে. 2টা ম্যাচ এর হোম ফিকচার আপনার অপন্টেট দেবে ২টা আপনার টীম দিবে। 3️⃣টোটাল ৩৪ গ্রুপ। A & B 2টা ডিভিশনে ১৭ গ্রুপ করে ভাগ করে দেয়া হবে। পয়েন্ট টেবিল এর প্রথম ৮টা করে ২ ডিভিশন থেকে টোটাল ১৬ গ্রুপ নকআউটে পর্বে কোয়ালিফাই হবে। নক আউট পর্বে ফিকচার Point Tabel onujai (Groupe A) 1 vs (Groupe B) 1 (Groupe A) 2 vs (Groupe B) 2 এই রকম সিরিয়াল অনুযায়ী হবে
4️⃣খেলার মধ্যে ক্রস,টিগার রান,এলাউ। 5️⃣খেলার মধ্যে ৭০% পযর্ন্ত বল হোল্ড করা যাবে না।কেউ যদি৭০% পযর্ন্ত বল করে ৫(৫) অন টার্গেট শট না থাকে অপনেন্ট টাইম লস দাবি করলে আবার রি-ম্যাচ।[এডমিন সিদ্ধান্ত অনুযায়ী ] 6️⃣খেলা চলাকালীন নেটওয়ার্ক সমস্যার কারনে কাউকে গেইম থেকে বের করে দিলে। অবশ্যই দুইজন প্লেয়ারনকে স্কীন শট দিতে হবে। তারপর যতটুকু খেলা হইছে ওইটাইম বাদ দিয়ে বাকী টাইমের সাথে ৫মিনিট যোগ করে ম্যাচ শেষ করতে হবে। ➡️Note: স্কীন শট যখন ২জনে দিবে যাকে গেইম থেকে বের করে দিছে তার টাই আগে দেখা হবে।ওই স্কীন শটে গোল থাকলে গোল হবে না থাকলে গোল হবে না।১ম জন যদি স্কীন শট দিতে ব্যর্থ হয় পরের জনের টাই ধরা হবে। 7️⃣গ্রুপে সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে।কোন রকম টক্সিকতা করা যাবে না।এই রকম কেউ করলে সাথে সাথে ব্যান দেয়া হবে।
Try Challenge Place app
A complete multiplatform system to make your life easier!