CGHS FUTSAL CARNIVAL 2025 (SEASON -2)

DashboardStagesCompetitorsStatisticsNews
Futsal Tournament
সফলভাবে শেষ হল প্রথম বারের মত আয়োজিত CGHS FUTSAL CARNIVAL 2024 (SEASON -1)
last year - 6/23/2024 6:01 AM GMT-3
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত সিজিএইচএস ফুটসাল কার্নিভাল ২০২৪ সিজন-১ (CGHS Futsal Carnival 2024 Season-1) নগরীর চাঁদগাও আবাসিকের ফরচুন স্পোর্টস এরেনা টার্ফে গত ২১ ও ২২ জুন অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান ছাত্রদের মধ্যে এস এস সি ১৯৯৬ ব্যাচ হতে ২০২৬ ব্যাচ পর্যন্ত ৩২ টি দল ও প্রায় ৩৩০ জন খেলোয়াড়দের নিয়ে হওয়া এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা পোস্ট সিকার্স(চসউবি-২০১১) ও রানার্স আপ হয়েছে দ্যা এল নিনোস( চসউবি-২০১৫)। টুর্ণামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সোয়াদ(২০২৫), সেরা ডিফেন্ডার নয়ন দাশ(২০১৫), সর্বোচ্চ গোলদাতা নাফিস(২০১১), টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় আমান(২০১১), সেরা গোলরক্ষক সাজ্জাদ(২০১১) এবং ফেয়ার প্লে এর পুরস্কার জিতেছে লেজেন্ডস অফ ৯৬ (১৯৯৬)।
উক্ত আয়োজনে সম্পৃক্ত ছিলেন ওয়ারিশা এন্টারপ্রাইজ, ফরচ্যুন স্পোর্টস এরিনা, সকার ইউনাইটেড স্পোর্টস জোন,হেরিটেজ এক্সপ্রেস, কোডার্স পয়েন্ট,নাইট বাইটস ও ফুড নাইট। ফটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত ছিলেন পিক্সকর্প ও নিউজ মিডিয়া পার্টনার নিউজনাও২৪।

আয়োজক কমিটির প্রধান ৪ জন ছিলেন জয়ন্ত বড়ুয়া,রক্তিম বড়ুয়া, রুবায়েত মোঃ ইমরুল হাসান, আতাউস সামাদ যাদের উদ্যোগে ভোলান্টিয়ার, প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সহোযোগিতায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে ফুটবল নিয়ে এই প্রথম কোন ফুটসাল ট্যুরনামেন্ট এর আয়োজন হয়। আয়োজক কমিটির সকলেই প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেছেন।
Download the app to follow:
Challenge Place