Match Time: 8 minutes Injuries: On No. off Substitutions : 6 No. off Sub. intervals: 3
Condition Home & Away: Excellent Rules
1: ম্যাচ খেলার পূর্বে অবশ্যই নেটওয়ার্ক টেস্ট কে নেটওয়ার্ক নিশ্চিত করে রুমে জয়েন/ রুম খুলবেন। এবং রুম create সময় অবশ্যই সঠিক ভাবে Setting ঠিক করতে হবে এবং ম্যাচ শুরু করা আগে উভয় টিম ভালো ভাবে চেক করে নিবেন। ম্যাচ শেষ হওয়ার পর রুম Create সেটিংস সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না ।
Rules 2: ম্যাচ চলাকালীন খেলা সম্পন্ন না করে খেলা থেকে বের হওয়া যাবে না । অতিরিক্ত সমস্যা হয় তাহলে Screen Recording করে দেখাতে হবে কি সমস্যা হচ্ছে। তারপর বাকি সময় টুকু শেষ করবেন তবে অবশ্যই সঠিক হিসাব করে দেখবেন। হাফ টাইম বেশি সময় থাকলে সাথে extra ৬ মিনিট সময় পাবেন এবং হাফ টাইম কম সময় থাকলে extra ৩ মিনিট সময় পাবেন। তবে এক সেকেন্ড ও বাড়তি কাউন্ট হবে না। যত মিনিট সময় দিবো তত মিনিটের সময়ের Shreenshot দিতে হবে। Rules 3: সম্পুর্ন ম্যাচ খেলার শেষে উভয় দল গ্রুপে কোন সেলিব্রিশন করা যাবে না এবং ম্যাচ খেলার বিস্তারিত সহ shreenshot দিবেন, এবং কে কয়টা গোল, টা লিখে দিবেন। লিখে না দিলে ফলাফল এড করা হবে না। আর কেউ খেলার shreenshot দিতে না পারলে ওই ম্যাচ এড করা হবে না। দুইজনের মত একই হলে এড হবে। Rules 4: খেলার কোন বিষয়ে সমস্যা হলে Opponent সাথে কোনো ঝগড়া কথা কাটাকাটি করা যাবে না। সরাসরি এডমিন কে পার্সোনাল ভাবে মেসেজ করে জানাতে হবে৷
Rules 5: এডমিন যে সময় দিবে সেই সময়ের মধ্যে খেলা শেষ না করলে হলুদ কার্ড দেওয়া হবে। এবং পরবর্তী সময় দিবে কিনা সেটা এডমিন সিদ্ধান্ত। সময় দিলে দিলে ওই সময়ের মধ্যে খেলা শেষ করতে হবে। শেষ না করলে আবার হলুদ কার্ড পাবেন। Rules 6: সম্পুর্ন ম্যাচ বা দুই একটা ম্যাচ বাদ দিলে বা খেলতে না চাইলে সরাসরি তাকে লাল কার্ড দেওয়া হবে এবং আগামী একটি পর্বের টুর্নামেন্ট থেকে বঞ্চিত করা হবে।
বিঃদ্রঃ এডমিন যদি কোন টিমের নিয়ম ভঙ্গ করতে দেখে তাহলে যে কয়টা নিয়ম ভঙ্গ করবে সে কয়টা হলুদ কার্ড পাবে। দুইটা হলুদ কার্ড পেলে লাল কার্ড দেওয়া হবে। লাল কার্ড পেলে পরবর্তী ম্যাচ গুলো অটো লস
Try Challenge Place app
A complete multiplatform system to make your life easier!