১) খেলা শুরু করার আগে match এর setting এর স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। না হলে খেলা পুনরায় খেলতে হবে।
২) খেলা শুরু করার পরে কোন ধরনের নেট এ প্রবলেম হলে স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে রাখতে হবে। এবং নেট এ সমস্যার কারনে যতটুকু খেলা বাকি থাকবে তা পরে আবার খেলতে হবে। যদি কেউ স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও না করেন তাহলে konami হতে যাকে বিজয়ী ঘোষণা করবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে।
৩) খেলা শুরু করে দিয়ে যদি খেলা থেকে কোন কারন বের হয়ে যান আর যদি সঠিক কারন না থাকে এবং সঠিক কারনের প্রমান না থাকে তাহলে আপর পক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রমান বলতে স্ক্রিন রেকর্ড করে রাখতে হবে।
৪) খেলা শেষ হলে ফলাফল স্ক্রিনশট, আপনার নাম, আপনার konami id শেষ ৪ ডিজিট আমাক ইনবক্সে পাঠাবেন। না হলে আপনাদের ফলাফল ওসব সাইটে উঠানো হবে নাহ।
৫) যার সাথে যার খেলা পরবে সে গ্রুপে তাকে nock করবেন।
৬) club দ্বারা নির্ধারিত সময়ের মাঝে সকলকে খেলা শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মাঝে যদি কেউ খেলা শেষ করতে না পারে তাকে loss হিসেবে ধরা হবে।
৭) একজন আরেক জনের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন।
নিয়ম পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন হতে পারে।
Try Challenge Place app
A complete multiplatform system to make your life easier!