Reborn Classic Season 7

DashboardStagesCompetitorsStatisticsNews
Tournament🖤
Tournament Rules
2 years ago - 3/2/2023 1:14 PM GMT-3
Rules

১. প্রতি ম্যাচ ১০ মিনিট হবে।গ্রুপপর্বে অতিরিক্ত সময়,পেনাল্টি শুট‌আউট থাকবে না।
★নক আউটের সেমিফাইনালে ১২ মিনিট ও ফাইনালে ১৫ মিনিট খেলা অনুষ্ঠিত হবে।(সাথে নক আউট পর্বে অতিরিক্ত সময় ও পেনাল্টি শুট আউট থাকবে)

২. ম্যাচের মাঝে ডিসকানেক্ট হলে যতটুকু সময় বাকি ছিল, পরবর্তী ম্যাচে ততটুকু সময় খেলা হবে।তবে ডিসকানেক্ট হ‌ওয়া ম্যাচে,যার পায়ে বল থাকবে, পরবর্তীতে তার থেকে‌ই শুরু করতে হবে।

৩.যেই দিনে ম্যাচ থাকবে,সেই দিন‌ই খেলতে হবে, নাহলে বিপক্ষ দল ১-০ এর জয় পাবে।কোনো সমস্যা থাকলে আগেভাগেই গ্রুপে এডমিন ও বিপক্ষ খেলোয়াড়কে জানাতে হবে।

৪. ম্যাচের শিডিউল অনুসারে যেদিন খেলা পড়বে, ঐদিন‌ই খেলতে হবে।
তবে যেকোনো সময় দুজনের সম্মতিতে খেলা যাবে।

৫.ম্যাচ রেজাল্ট প্রতিদিনের খেলার পরে গ্রুপে পিন করে রাখতে হবে (যে জয়ী হবে এটা তার দ্বায়িত্ব থাকবে)

৬.যাকে যেই ক্লাব দেওয়া হয়েছে সে ক্লাব বাদ এ অন্য দল নিয়ে খেললে পয়েন্ট(-১)গণনা করা হবে।